the tree [bd] - shukh كلمات الأغنية
Loading...
স্বপ্ন বুনে চোখ ছল ছল
চড়তে পারো মেঘেদের দল
কাল কি হবে কেও না জানি
আজই তো সব, জীবন এখনই
ভাল থাকা _ সে তো যায়না কেনা
বাজারে তার দর হবে না
প্রিয় মুখের হাসির মায়া
এক চিলতে মেঘের ছায়া
সুখের খোঁজে কোথায় যাবে ?
নিজের মাঝেই লুকানো তবে
অধরা এই সুখ যদি বেশি চাও
হিসেবটা আগে নিজে বুঝে নাও
আকাশ কুসুম কল্পনা
অযাচিত যত যন্ত্রনা তুমি নিও না
প্রতিদিন যেন ভাল হয় যেন
সবার মুখে হাসি রয় এই প্রার্থনা
ভুল পথে তাই অর্থে মজে
সবাই ছোটে সুখের খোজে
আগুন দিলেই কাগজ পোড়ে
কি পাবে ওই ছাই এর মাঝে?
খুঁজতে হয় এই মনের ভেতর
নিজের প্রশ্নে নিজের উত্তর
কোথায় সে সুখ জানে সবাই
তৃপ্ত আত্মায়, যা আছে তাই
আকাশ কুসুম কল্পনা
অযাচিত যত যন্ত্রনা তুমি নিও না
প্রতিদিন যেন ভাল হয় যেন
সবার মুখে হাসি রয় এই প্রার্থনা
كلمات أغنية عشوائية
- elli moore - lisa frank كلمات الأغنية
- jann (pol) - met the god كلمات الأغنية
- drejpolin - vec danima كلمات الأغنية
- нестор (whatswrongwhu) - сатана (satan) كلمات الأغنية
- edward stark - get to know thc vape liquid كلمات الأغنية
- assala - ya magnon | يا مجنون كلمات الأغنية
- andrez babii - i worship u fight كلمات الأغنية
- soulgirls - southside كلمات الأغنية
- rr (srb) - zovi me كلمات الأغنية
- ramon ayala y sus bravos del norte - ni el dinero ni nada كلمات الأغنية