
the tree [bd] - shukh كلمات أغنية
Loading...
স্বপ্ন বুনে চোখ ছল ছল
চড়তে পারো মেঘেদের দল
কাল কি হবে কেও না জানি
আজই তো সব, জীবন এখনই
ভাল থাকা _ সে তো যায়না কেনা
বাজারে তার দর হবে না
প্রিয় মুখের হাসির মায়া
এক চিলতে মেঘের ছায়া
সুখের খোঁজে কোথায় যাবে ?
নিজের মাঝেই লুকানো তবে
অধরা এই সুখ যদি বেশি চাও
হিসেবটা আগে নিজে বুঝে নাও
আকাশ কুসুম কল্পনা
অযাচিত যত যন্ত্রনা তুমি নিও না
প্রতিদিন যেন ভাল হয় যেন
সবার মুখে হাসি রয় এই প্রার্থনা
ভুল পথে তাই অর্থে মজে
সবাই ছোটে সুখের খোজে
আগুন দিলেই কাগজ পোড়ে
কি পাবে ওই ছাই এর মাঝে?
খুঁজতে হয় এই মনের ভেতর
নিজের প্রশ্নে নিজের উত্তর
কোথায় সে সুখ জানে সবাই
তৃপ্ত আত্মায়, যা আছে তাই
আকাশ কুসুম কল্পনা
অযাচিত যত যন্ত্রনা তুমি নিও না
প্রতিদিন যেন ভাল হয় যেন
সবার মুখে হাসি রয় এই প্রার্থনা
كلمات أغنية عشوائية
- liros - ¿que nos paso كلمات أغنية
- dalete hungria - a vida chegou كلمات أغنية
- мс рэп (mc rep) - на допросе (on interrogation) كلمات أغنية
- teezy t - thorn rose كلمات أغنية
- marco montagnini - buonumore bacco كلمات أغنية
- daniel mello - devaneio noturno كلمات أغنية
- mental hippie blood - hunger shot guilt كلمات أغنية
- lil rafa - prowler's claw كلمات أغنية
- ynkeumalice - smells كلمات أغنية
- hdk crew - para ti كلمات أغنية