the tree [bd] - onno aloy كلمات الأغنية
Loading...
যদি কখনো দেখ
আমি পাশে নেই
তোমাকে ঘিরে আগের মত
ফিরে যাও যদি
অতীত স্মৃতিতে
তুমি রাত নিঝুম একা
খুঁজবে ওই দিগন্তের
ডুবে যাওয়া মৃদু আলোয়
অথবা নিভৃতে
তোমার বন্ধ চোখে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
কত স্বপ্ন ছিল
এই চেনা শহরে
বেঁচে থাকার উৎসাহে
ভেবনা সেই দিন গুলো আর
জীবন এমনই হয়
মুছে ফেল সব স্মৃতির মায়া
ওই চেনা রাস্তায় আর
ধরবেনা আমার হাত
বৃষ্টি ভেজা শরীর আর দেখবেনা
আমার প্রার্থনায়
তুমি থাকবে চিরকাল
তুমি আর কেঁদনা আমার এপিটাফে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
كلمات أغنية عشوائية
- counterlast - red zone كلمات الأغنية
- lil tracy - options* كلمات الأغنية
- nora marks - museum of nothing كلمات الأغنية
- púr múdd - maitsetu mait كلمات الأغنية
- mc gu do rap - no amor nós somos perfeitos كلمات الأغنية
- cephas azariah & robyn sherwell - closer to you كلمات الأغنية
- sleepy mano - corona y mota كلمات الأغنية
- millionaires - i like money (myspace demo) كلمات الأغنية
- stop the presses - 9 ft tall كلمات الأغنية
- itsmejaero - идол (idol) كلمات الأغنية