
the tree [bd] - onno aloy lyrics
Loading...
যদি কখনো দেখ
আমি পাশে নেই
তোমাকে ঘিরে আগের মত
ফিরে যাও যদি
অতীত স্মৃতিতে
তুমি রাত নিঝুম একা
খুঁজবে ওই দিগন্তের
ডুবে যাওয়া মৃদু আলোয়
অথবা নিভৃতে
তোমার বন্ধ চোখে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
কত স্বপ্ন ছিল
এই চেনা শহরে
বেঁচে থাকার উৎসাহে
ভেবনা সেই দিন গুলো আর
জীবন এমনই হয়
মুছে ফেল সব স্মৃতির মায়া
ওই চেনা রাস্তায় আর
ধরবেনা আমার হাত
বৃষ্টি ভেজা শরীর আর দেখবেনা
আমার প্রার্থনায়
তুমি থাকবে চিরকাল
তুমি আর কেঁদনা আমার এপিটাফে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
كلمات أغنية عشوائية
- kelly dong - rainbow shines lyrics
- the jane austen argument - here in melbourne lyrics
- the jane austen argument - the debt collectors lyrics
- the jane austen argument - it's love lyrics
- the jane austen argument - bad wine and lemon cake lyrics
- the jane austen argument - phoenix lyrics
- maloria - prison lyrics
- jamie foxx - touch me lyrics
- shimizu shota - love lyrics
- the wigs - allemaal op zoek lyrics