
the tree [bd] - onno aloy كلمات أغنية
Loading...
যদি কখনো দেখ
আমি পাশে নেই
তোমাকে ঘিরে আগের মত
ফিরে যাও যদি
অতীত স্মৃতিতে
তুমি রাত নিঝুম একা
খুঁজবে ওই দিগন্তের
ডুবে যাওয়া মৃদু আলোয়
অথবা নিভৃতে
তোমার বন্ধ চোখে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
কত স্বপ্ন ছিল
এই চেনা শহরে
বেঁচে থাকার উৎসাহে
ভেবনা সেই দিন গুলো আর
জীবন এমনই হয়
মুছে ফেল সব স্মৃতির মায়া
ওই চেনা রাস্তায় আর
ধরবেনা আমার হাত
বৃষ্টি ভেজা শরীর আর দেখবেনা
আমার প্রার্থনায়
তুমি থাকবে চিরকাল
তুমি আর কেঁদনা আমার এপিটাফে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
كلمات أغنية عشوائية
- the weather station - running around asking كلمات أغنية
- henny vrienten - naar verluidt كلمات أغنية
- segismundo toxicómano - kien vigila al ke vigila? كلمات أغنية
- e-dubble - who invented the mic كلمات أغنية
- zella day - can't find the words كلمات أغنية
- the dead brothers - i can’t get enough كلمات أغنية
- baby e - realize كلمات أغنية
- decai - dame كلمات أغنية
- cancer bats - i want a lot now (so come on) كلمات أغنية
- khido - samandionera kukondwa كلمات أغنية