kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

the song is written by shahsayed - রাত নয় চাঁদ আমি كلمات أغنية

Loading...

রাত নয় চাঁদ আমি
সেই চাঁদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি
সেই ফুলের কলি তুমি।
আকাশ নয় মেঘ আমি
সেই মেঘের বৃষ্টি তুমি—
এভাবেই মিশে থাকব
তুমি আর আমি…

রাতের নরম নীল আকাশে
তোমার নামেই তারারা জ্বলে
তুমি পাশে থাকলে জীবনটা
শাহ সাঈদের গানে রঙ তোলে।
এই পথ কতই অচেনা হোক
তুমি থাকলে ভয়টা কমে
হাত ধরেই হেঁটে যেতে চাই
দু’জনার স্বপ্নের ঘরে।

রাত নয় চাঁদ আমি
সেই চাঁদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি
সেই ফুলের কলি তুমি।
এভাবেই মিশে থাকব চিরকাল—
তুমি আর আমি…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...