
the red twilight - tumi كلمات أغنية
একি প্রথম দেখা
মনে হলো তাই।
সুন্দর লাগছে দেখো
আজও তোমায়।।
হটাত তুমি এলে পাশে
আমি তাকিয়ে অবাক মুখ
কান পেতে শুনছি তোমার
মিষ্ঠির ওই শুর
এ যেনো ভালোবাসায়
আমি আছি ভালো বাসায়
এ যেনো আলো আশার
অন্ধকার জীবনটাই
তুমি তো সব আমার জীবনটাই
থেকো পাশে সারাজীবনটাই
তোমায় নিয়ে আমি বাঁচতে চাই
প্রেমের বাঁধনে আমি
জুড়ে থাকতে চাই।
যখন তুমি থাকো পাশে
এ মন যেনো থাকে উৎচাসে
আমার আসে পাশে যেনো তুমি শুধু রও
তোমার মায়াই আমি ডুবে গেছি
তোমার ভালোবাসায়
আমি হারিয়ে যাচ্ছি ।
তুমি তো সব আমার জীবনটাই
থেকো পাশে সারা জীবনটাই
তোমায় নিয়ে আমি বাঁচতে চাই
প্রেমের বাঁধনে আমি জুড়ে থাকতে চাই
যখন কল্পনায় দেখি
তুমি অন্যের সাথে
তখন বুঝি তোমার মূল্য আরো
ইচ্ছে করে বুকে জড়িয়ে
তোমায় আগলে রাখি আমি ……
তুমি তো সব অমর জীবনটাই
থেকো পাশে সারাজীবনটাই
তোমায় নিয়ে আমি বাঁচতে চাই
প্রেমের বাঁধনে আমি জুড়ে থাকতে চাই ।।
كلمات أغنية عشوائية
- toryo - estrellitas كلمات أغنية
- naomi elizabeth - o possente ftha كلمات أغنية
- 鈴木幸太 (kota suzuki) - main trailer كلمات أغنية
- riba (deu) & jmk! (deu) - ab...z (english radio mix) كلمات أغنية
- david mccormack & the polaroids - supermarket كلمات أغنية
- ayofangs - face كلمات أغنية
- cleveland francis - hot sun كلمات أغنية
- ang3lreb0rn - wither كلمات أغنية
- jullyer - ser miserável كلمات أغنية
- lil yu - weakness كلمات أغنية