
the national beats - barricade كلمات أغنية
Loading...
কেনো প্রেমে কিছু বোঝা যায় না!
হাত বাড়ালে কাউকে পাওয়া যায় না!
বিতর্ক এড়িয়ে যাওয়া যায় না!
ভালো বন্ধু আজকাল পাওয়া যায় না!
আমার শহর ভাসছে জলে
তবুও মানুষ ঘুমোয় জেগে
আমার শহর ভাসছে জলে
তবুও মানুষ ঘুমোয় জেগে…
উপস্থিতি নিয়ে টানাটানি
ধর্মের নামে শুধু নোংরামি
রাত্রে ছুঁচোও সিংহ হয়
তাতে! সাধারণ মানুষের হয়রানি
আকাশ আবার হোচ্ছে কালো
তাতে হবে না কিছুই ভালো…
সময় থাকতে সবাই শুধরে যাও
বিকল্প কিছু বেছে নাও
হবোনা জ্ঞান পাপী
দেশকে আমরা ভালোবাসি…
ব্যারিকেড সব ভেঙ্গে দাও
সমাজকে এক করে দাও
অনাহার যদি কমে যায়
গরিবের পেটে ভাত জোগায়
তবে আমার শ্রেষ্ঠ এ দেশ
একদিন হবে শান্ত পরিবেশ…
আমার শহর ভাসছে জলে
তবুও মানুষ ঘুমোয় জেগে
আমার শহর ভাসছে জলে
তবুও মানুষ ঘুমোয় জেগে…
(সমাপ্ত)
كلمات أغنية عشوائية
- yung meatball - fuck fame كلمات أغنية
- xyxyz - unnamed كلمات أغنية
- spectrum the originator - hollywood vices كلمات أغنية
- buck-tick - kamikaze* كلمات أغنية
- marvin game & nugat - was das heisst كلمات أغنية
- эбойгрин (aboygreen) - киса (kitty) كلمات أغنية
- omega mcbride - therapist كلمات أغنية
- bakar - eyespy كلمات أغنية
- forest blunt - panel كلمات أغنية
- sodom - freaks of nature [marooned live] كلمات أغنية