
the lucid experiment - a word or two كلمات أغنية
নিজের ভাল বুঝিস রে তুই
পথে পথে ঘুরিস রে তুই
আমানতের খেয়ামত কইরা করস রে সর্বনাশ
আমি কান্দি তোর দুঃখে
তুই ঘুরস মনের সুখে
কার দিকে নজর দিয়া আমারে হাই কোর্ট দেখাস
দেই কাঠের চশমা চোখে
দেখি শইষ্য এখন শোকে
শুধু ডানে বামে ঘুইরা ঘুইরা হইছে ফাঁপর বাজ
বন্ধু তুই লোকাল বাস
বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস
র্যাপ বাই শাফাইয়াত
ক তুই কই যাবি, গাড়ী তোর আমার চাবী
মিটাইয়া মনের দাবী পরে কইচ হাবি যাবি
জেম্নে চাচ অম্নে পাবি কবি আমি কারিগর
খাবার দাবার শেষ বাড়ি ঘর খালি কর
জোর কত জানি তোর সবাই তো স্বার্থপর
মনে তে রং লাগাইয়া হইয়া ঘুরস যাযাবর
স্বার্থের পটি বাইন্ধা কানামাছি ভোঁ ভোঁ
পাগলেও বোঝে এখন টাকা পয়সার লোভ ও
পাঙ্খা ভাবে থাকি আগুনের গোলা বইলা
আইসা তুই খাবি খাবি মনে মনে মনা কোলা
চোরের মার বড় গলা লইয়া লবি যারে তারে
শারাফাতি ড্রাইভার এ, নরম পাইয়া বেরেক মারে
মুনাফা ছাড়া পরে না মাটিতে পারা
রক্ত চুইশা খাইয়া উপড়ে উঠছে যারা ওগো
দুনিয়ার ভোগে আছে দুনিয়ার শাস্তি
উস্তাদ বুইঝা হুইনা ডানে বামে প্লাস্টিক
ও তুই মনের কথা বুঝলি না
আমারেও গুনলি না
জনে জনে একই প্রেম তুই কতবার বিলাশ
ওহ তুই দেখলি শুধু ফাইদা রে
আমারেও গুনলি না
দেখলি না সেই আদরে
ষোল আনা বুইঝা রে তুই অন্য দিকে চাস
দিল জ্বালা বাড়ায় বুকের দেখি না চেহারা সুখের
সে তো অলি গলি ধরা খাইয়া হইছে পাঙ্গা বাজ
বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস
তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস!
كلمات أغنية عشوائية
- julia clara - the sun كلمات أغنية
- wallows - pulling leaves off trees (live at third man records) كلمات أغنية
- yugor paul. - não vou كلمات أغنية
- kraig diel - put it on you girl remix كلمات أغنية
- deathpop - nothing to stop (bubba's song) كلمات أغنية
- anthony lamarca - big white cloud كلمات أغنية
- bollywoodfm - хочу быть как все (i want to be like everyone else) كلمات أغنية
- chino & nacho - queríendote كلمات أغنية
- ayliva - immer kalt كلمات أغنية
- lucki - in my head كلمات أغنية