tasbir wolvez & shibu - kono ek raate كلمات الأغنية
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
[verse 1]
না, থাকবে না কোনো পিছুটান, কোনো অভিমান
শুধু শুনে দেখো কী বলে আমার মনটা
তোমাকে আর যেতে দেবো না বসিয়ে দাগ
মনে রাখানো আমার অভ্যাস
যদি ভুল হয় করে দিও মাফ
[pre_chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে তাহলে হয়তো
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[verse 2]
কোমরে হাত রেখে চোখে চোখে ইশারা দিই
সে কী দেখে, কী জানে?
অন্ধকারে দিশেহারা হয়ে ঘুরি, পুড়ি
আড়চোখে সবই দেখি, বাহানাগুলো ফেলে রাখি
এ রাত তোমায়
[pre_chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[outro]
(অযথা, কোথায়? সময় হেরে)
(চলে এসে কী হবে?) চলে এসে কী হবে?
(যদি শুধু আসতে আগে) যদি শুধু আসতে আগে
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
كلمات أغنية عشوائية
- chico carlito - day by day كلمات الأغنية
- brainstory - sorry كلمات الأغنية
- kay one - down jacket كلمات الأغنية
- merula - let's get high كلمات الأغنية
- gargäntua - henri mon chien كلمات الأغنية
- tereza kerndlová - nám dvoum كلمات الأغنية
- g pillola - incredibile كلمات الأغنية
- sebastián cortés & delgao - entre tú y yo كلمات الأغنية
- ivanes - bmw(бмв) كلمات الأغنية
- bebe (pr) - no me van a tumbar كلمات الأغنية