
tasbir wolvez & shibu - kono ek raate كلمات أغنية
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
[verse 1]
না, থাকবে না কোনো পিছুটান, কোনো অভিমান
শুধু শুনে দেখো কী বলে আমার মনটা
তোমাকে আর যেতে দেবো না বসিয়ে দাগ
মনে রাখানো আমার অভ্যাস
যদি ভুল হয় করে দিও মাফ
[pre_chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে তাহলে হয়তো
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[verse 2]
কোমরে হাত রেখে চোখে চোখে ইশারা দিই
সে কী দেখে, কী জানে?
অন্ধকারে দিশেহারা হয়ে ঘুরি, পুড়ি
আড়চোখে সবই দেখি, বাহানাগুলো ফেলে রাখি
এ রাত তোমায়
[pre_chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[outro]
(অযথা, কোথায়? সময় হেরে)
(চলে এসে কী হবে?) চলে এসে কী হবে?
(যদি শুধু আসতে আগে) যদি শুধু আসতে আগে
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
كلمات أغنية عشوائية
- holly knight - it's only me كلمات أغنية
- insane clown posse - who u know? كلمات أغنية
- eaux - estuário كلمات أغنية
- mehdi khazaee - mano shab كلمات أغنية
- vic willems - niks wat niet kan wachten tot de morgen كلمات أغنية
- sindicato sonoro - três كلمات أغنية
- roniit - holy (hollow & caster remix) كلمات أغنية
- brek - işıkları yakıyor gündüzün كلمات أغنية
- kolg8eight - interlude (kilo) كلمات أغنية
- lio rush - oh my (freestyle) كلمات أغنية