
tasbir wolvez & faahun - ador lyrics
Loading...
যদি ভুলেও মনে পড়ে
ফিরে ডেকোনা আবার
এতটাই ভালোবাসি
ধীরে কাছে যাবো আবার
তুমি কার?
তুমি তার
তুমি তার হয়ে থেকো
সূর্যটা
ডোবার
সময় তার সাথে দেখো
তাকে বলো তোমায় আপন করে নিতে
আমার অনুপস্থিতিতে
তবে সে কি পারে, আমার মতো করে
তোমাকে আজ, আদর দিতে
আদর, আদর, আদর আ_ দিতে
আদর, আদর, আদর আ_ দিতে
আদর দিতে বলো তাকে
কতোবার যে আর গাইবো?
তোমায় নিয়ে লেখা গান
তুমি কি আমায় আজ শুনতে পারছোনা?
দেখছোনা বোধহয় আমার ডাকা জোছনা
হাটচোনা বোধহয় আমার আঁকা আলপনার
ওপরে
তবে দু একবার সুযোগটা যদি দাও কখনো
ফিরবেনা গাইবো না তোমার পছন্দ ছন্দ
তাকে বলো তোমায় আপন করে নিতে
আমার অনুপস্থিতিতে
তবে সে কি পারে, আমার মতো করে
তোমাকে আজ, আদর দিতে
আদর, আদর, আদর আ_ দিতে
আদর, আদর, আদর আ_ দিতে
আদর দিতে বলো তাকে
كلمات أغنية عشوائية
- crxlex - x lyrics
- tin foil top hat - complicated allies lyrics
- franco ricciardi - perdonami, amore lyrics
- bitter excess - time lyrics
- deazzzy - прoкрастинация lyrics
- the weathermen - intro lyrics
- adrián ch - mi corazón lyrics
- puya & iraida - opriți planeta lyrics
- youn - coisas simples lyrics
- anne-marie - haunt you lyrics