
tapan chowdhury - pagla hawer badol dine lyrics
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে…
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না
দেয়াল যত সব গেল টুটে।।
যাবে না, যাবে না—
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে…
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা…
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।।
পাব না, পাব না—
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে…
كلمات أغنية عشوائية
- tek lintowe - mpihwmiselses lyrics
- ferris mc - 28325 lyrics
- nisə qasımova - səni gördüm lyrics
- королевский xvii & reo - don't hide it lyrics
- michael bolton - soul provider (r&b edit) lyrics
- yungicyy - anti-hero complex lyrics
- григорий лепс (grigory leps) - заебала (fucked up) lyrics
- sobresdylan - comprandoestrellas lyrics
- vîrus - étretat lyrics
- marcella bella - malecon lyrics