
tanzir tuhin & avash - bastob كلمات أغنية
তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়
একই ভাবে বেঁচে আছি ঈশ্বর তা জানেন
এই শহরের অলি_গলি ভ্রান্ত কথার মানে
শুদ্ধ কথার রীতিনীতি, পেটচুক্তির ওই কাব্যগীতি
শুদ্ধ কথার রীতিনীতি, পেটচুক্তির ওই কাব্যগীতি
হঠকারিতার লেবাস গায়ে এই শহরটায়
শিকল পায়ে যে মানুষটা হেঁটে যায়, কী বা পায়?
হেঁটে হেঁটে অবশেষে দিনগুলো কেটে যায়
স্বপ্ন যায় হারিয়ে
আমি এখন একা একা বসে ভাবি
যায় সিমানা ছাড়িয়ে
জীবন যখন যেন বোধের চেয়ে ভারী
কেউ মানেনা
গলির ভিতর ছোট্ট বাসা
ইচ্ছেকথায় বিশাল আশা
মনের ভেতর প্রশ্ন ঘোরে
ঘুম ভেঙ্গে যায় ধূসর ভোরে
মনের দংশন মনের বাঁধন, কৃতকর্মে সময়ের সাধন
মনের দংশন মনের বাঁধন, কৃতকর্মে সময়ের সাধন
প্রথাগত জীবনের চাপ এই শহরটায়
অন্ধরাতে যে নাবিকটা ভেসে যায়, কী বা পায়?
ভেবে ভেবে অবশেষে দিনগুলো কেটে যায়
গল্প যায় হারিয়ে
আমি এখন একা একা বসে ভাবি
যায় সিমানা ছাড়িয়ে
জীবন যখন যেন বোধের চেয়ে ভারী
স্বপ্ন যায় হারিয়ে
আমি এখন একা একা বসে ভাবি
যায় সিমানা ছাড়িয়ে
জীবন যখন যেন বোধের চেয়ে ভারী
কেউ মানেনা
كلمات أغنية عشوائية
- gretel hänlyn - today (can't help but cry) كلمات أغنية
- the lvst - mi pena كلمات أغنية
- starr crew - the oak tree rapp كلمات أغنية
- графоманы (graphomaniacs) - осколки (fragments) كلمات أغنية
- banda mistura do pará - concurso de homem كلمات أغنية
- funeral - i'm wit mental up in saks كلمات أغنية
- the birthday boys - goldhoff and steinstein كلمات أغنية
- rot ken - solo كلمات أغنية
- faust (rus) - убожество (squalor) كلمات أغنية
- yungsup - my way كلمات أغنية