tanveer evan & benazir - avijog كلمات الأغنية
আমার সকল অভিযোগে তুমি
তোমার মিষ্টি হাসিটা কি আমি?
আমার না বলা কথার ভাজে
তোমার গানের কত সুর ভাসে!
তোমায় নিয়ে আমার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা আছে!
আমার হাতের আঙুলের ভাজে
তোমাকে নিয়ে কত কাব্য রটে!
ভুলিনি তো আমি
তোমার মুখে হাসি!
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি।
আসো আবারো কাছে
হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে!
হে.. হে.. এ.. এই পৃথিবীতে এ.. এ..
তোমার পথে পা মিলিয়ে চলা
তোমার হাতটি ধরে বসে থাকা
আমার আকাশে তোমার নামটি লেখা
সাদার আকাশে কালো-আবছা বোনা!
তোমায় নিয়ে আমার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা আছে!
আমার হাতের আঙুলের ভাজে
তোমাকে নিয়ে কত কাব্য রটে।
ভুলিনিতো আমি
তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি!
আসো আবারো কাছে
হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে..!
হে.. হে.. এ.. এই পৃথিবীতে এ.. এ..
ভুলিনিতো আমি
তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে
তোমাকে ভালোবাসি।
আসি তোমার কাছে
হাতটা ধরে পাশে
আমায় নিয়ে চলো তোমার পৃথিবীতে।
كلمات أغنية عشوائية
- malachiii - elevate كلمات الأغنية
- aayla - back in love كلمات الأغنية
- lonni - 31 octobre 2021 كلمات الأغنية
- yume 4k - lævateinn كلمات الأغنية
- hazael he - take it all كلمات الأغنية
- violetta sokolova - четыре тридцать كلمات الأغنية
- equicez - negative kids - orginal كلمات الأغنية
- alejandro lerner & rusherking - después de ti كلمات الأغنية
- planet cool! - inject كلمات الأغنية
- dr massive and the headwound extravaganza - predictible كلمات الأغنية