tanjib sarowar - prem pobon كلمات الأغنية
Loading...
যা বুজে দু নয়ন মন গহীনে
যা বলার আছে টা দাও বলে
ঐ সূর্যটার মত যাবো ডুবে
যদি নামে সে আধার নিয়ে দূরে
কান পেতে সুনে যাও এ মন মেঘেলা
বলবে ভালোবাসি নামবে বরষা
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
সুন্নতার ভিরে ছিলাম আমি একা
নব প্রেমে ডুবেছে ডানা
অবেলায় আসোনি তবুও মনে রেখে
কারো প্রেমে পরিনি
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
বুঝিনি বোঝার ছিলো এতটা ভুল
যার মাসুলে হয়েছি হরণ
মন ও মন বড় সাদা তার মাঝে একজনা
কারো প্রেমে পরিনা
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
كلمات أغنية عشوائية
- daniel lin - envy كلمات الأغنية
- marti (swe) - 2late كلمات الأغنية
- yung nutbag - corn stalk كلمات الأغنية
- dj maximum - living the dreams كلمات الأغنية
- mare (ita) - ho il cuore scisso a metà كلمات الأغنية
- gerissene seiten - grölen كلمات الأغنية
- johanna jones - warm and safe (mary's lullaby) كلمات الأغنية
- dogs d'amour - sometimes كلمات الأغنية
- os serranos - noite de inverno com meu pai كلمات الأغنية
- staying home - peaches كلمات الأغنية