tanjib sarowar - mon priya كلمات الأغنية
মন খুলে আমার চোখে রাখ চোখ,
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
কাগজে কলমে লিখি গোপনে,
পাঠাবো হাওয়াতে ভালোবাসা লিখে।
তুমি চুপচাপ আমি চুপচাপ,
থমকে থাকা রাত শুধু গল্প হোক আর সাল্প হোক ভালোবাসা থাক।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
তুমি আমি আর কিছু কথা,
সাজিয়ে রেখেছি খুব ভালোবাসা।
মন ছুয়ে-ছুয়ে দেখ, খুজে-খুজে দেখ পাবে আমাকে।
মিস্টি করে বল দুষ্টমির ছলে আমারই হবে।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন খুলে আমার চোখে রাখ চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে…
(মন প্রিয়ারে চল মনের বাড়িতে।)
(মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।)
মন প্রিয়ারে…
(মন প্রিয়ারে চল মনের বাড়িতে।)
(মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।)
ও মন প্রিয়ারে…
كلمات أغنية عشوائية
- the coral - after the fair كلمات الأغنية
- andyvintage - count it up split it up كلمات الأغنية
- patrícia coelho - besame mucho كلمات الأغنية
- berner - somebody's girl كلمات الأغنية
- fármacos - la casa de la distancia كلمات الأغنية
- the cramps - people ain't no good كلمات الأغنية
- вхоре (vhore) - против бороды (against beard) كلمات الأغنية
- maxenss - wesh alors كلمات الأغنية
- timothy bloom - for love كلمات الأغنية
- frijo - descontrol كلمات الأغنية