
tanjib sarowar - gaa chuye bol (romantic version) كلمات أغنية
Loading...
গোটা পৃথিবীতে খুঁজো
আমার মতো কে তোমারে এতো ভালোবাসে।
এই মনের ঘরে এসো
এই বুকেরই বাঁ_পাশেতে তোমার নামই জপে।
একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে
তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে ?
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো।।
পাল ছাড়া নাওয়ের বুকে
ঢেউয়ে ঢেউয়ে খেলা করে
আকাশটাও দেখে মোদের খুনসুটি।
পাহাড়ের দেউরিতে ভালোবাসা লেগে আছে
কেমন করে বুকের মাঝে তোমায় পুষি।
আলিঙ্গনে ভালোবাসার মোহো জেগে ওঠে
সেই মোহতে ডুবলে পরে পাইনা তীর খুঁজে।
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো।।
كلمات أغنية عشوائية
- and oceans - samtal med tankar halo of words كلمات أغنية
- and oceans - september كلمات أغنية
- and oceans - silhouette in white rooms vacant bodies كلمات أغنية
- and oceans - solipsism كلمات أغنية
- and oceans - som oppna bocker كلمات أغنية
- and oceans - tears have no name كلمات أغنية
- and oceans - the black vagabond and the swan of two heads كلمات أغنية
- and oceans - the room of thousands arts كلمات أغنية
- and oceans - trollfan كلمات أغنية
- and oceans - ur aldrig saga och sang كلمات أغنية