
tanjib sarowar - bheja bheja chokh كلمات أغنية
Loading...
তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা
জানলো না… তো লোকে।
ও… তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে,
ভিজলো দু-চোখের পাতা,
জানলো না… তো লোকে।
ভেজা ভেজা চোখ আমি, রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে, কি করে তা লুকাবো?
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো?
তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা
জানলো না… তো লোকে।
তোমার ভালো হোক,
তুমি সুখে থাকো।
কিছুই চাইনা আমি,
মনে রাখো বা না রাখো। – [ ২ বার ]
আমি একলা ভালোবেসেই যাবো,
পথো চেয়ে হায় শুধু বসেই রবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
كلمات أغنية عشوائية
- highkeyrandom - hold me كلمات أغنية
- jpb - levitate كلمات أغنية
- sniper gang - no way كلمات أغنية
- olde - temple كلمات أغنية
- foreign objects - direct contact with the dead كلمات أغنية
- consoli yuuto - plantwave كلمات أغنية
- chiara dubey - secrets and lies كلمات أغنية
- llc flame - brought it down كلمات أغنية
- m and k - kiss your body (kilode) كلمات أغنية
- sleepy - 방해금지모드 (disturb mode) كلمات أغنية