tanjib sarowar - bheja bheja chokh كلمات الأغنية
Loading...
তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা
জানলো না… তো লোকে।
ও… তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে,
ভিজলো দু-চোখের পাতা,
জানলো না… তো লোকে।
ভেজা ভেজা চোখ আমি, রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে, কি করে তা লুকাবো?
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো?
তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা
জানলো না… তো লোকে।
তোমার ভালো হোক,
তুমি সুখে থাকো।
কিছুই চাইনা আমি,
মনে রাখো বা না রাখো। – [ ২ বার ]
আমি একলা ভালোবেসেই যাবো,
পথো চেয়ে হায় শুধু বসেই রবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
كلمات أغنية عشوائية
- laki pingvini - istina o meni كلمات الأغنية
- qimp - verdim şans كلمات الأغنية
- sean stemaly - camo jacket كلمات الأغنية
- saquam - spiraling كلمات الأغنية
- ağaçkakan - ki كلمات الأغنية
- clem beatz - circle كلمات الأغنية
- cawston - met her in december كلمات الأغنية
- kayar - nee dhaane كلمات الأغنية
- galactic pucks - staring at the ceiling كلمات الأغنية
- victony - anita كلمات الأغنية