
tanjib sarowar & shoma - meghomilon كلمات أغنية
Loading...
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে ।।
বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমি একাই
আসতো যদি বিভীষিকা
খুঁজেও পেতেনা আমায়।
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে ।
ঝুমঝুম পাতালি হাওয়ার সাথে
খুঁজেছি শুধুই তোমায়
পেছাতে পারেনি ঝড়ো হাওয়া
খুঁজেই নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চায় তোমায় কাছে পেতে
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে
كلمات أغنية عشوائية
- suicide commando - deliver us from evil كلمات أغنية
- suicide commando - delusion كلمات أغنية
- suicide commando - disposable paradise كلمات أغنية
- suicide commando - desire كلمات أغنية
- suicide commando - dying inside كلمات أغنية
- suicide commando - euthanasia كلمات أغنية
- suicide commando - evildoer كلمات أغنية
- suicide commando - face of death (blind rage mix) كلمات أغنية
- suicide commando - fate كلمات أغنية
- suicide commando - fuck you bitch كلمات أغنية