
tandav music - megher opare كلمات أغنية
Loading...
ভাবনা গুলো সব এলোমেলো
ইচ্ছে ছুটতে চায়
অশ্রুজলে ভেজা চোখ দুটো
খুঁজে পেতে চায় তোমায়
বসে আছি আমি
আজ তোমার অপেক্ষায়
ফিরে যাই বারবার
আমি তোমার ঠিকানায়
হেঁটেছি আমি ভেজা মেঠো পথে
নেই তুমি আজ আমার সাথে
শহরের এই ব্যস্ত ভিড়ে
আসবে কি তুমি আবার ফিরে?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
জানিনা
দেখা হবে কি
হতেও পারে
মেঘের ওপারে
ভাবনা গুলো সব এলোমেলো
ইচ্ছে ছুটতে চায়
অশ্রুজলে ভেজা চোখ দুটো
খুঁজে পেতে চায় তোমায়
হেঁটেছি আমি ভেজা মেঠো পথে
নেই তুমি আজ আমার সাথে
শহরের এই ব্যস্ত ভিড়ে
আসবে কি তুমি আবার ফিরে?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
كلمات أغنية عشوائية
- el canijo de jerez - colgado de las nubes كلمات أغنية
- rin - eine minute brainstorming كلمات أغنية
- jaycee - big fish كلمات أغنية
- daneidy barrera - date date كلمات أغنية
- kękę - tylko spokój كلمات أغنية
- dame d.o.l.l.a. - #4barfriday كلمات أغنية
- jewlz da hoodwatcher - alle meine entchen كلمات أغنية
- kwabena bonsu - chilling كلمات أغنية
- bobby button - can i? كلمات أغنية
- víctor manuelle - instinto y deseo - pop version كلمات أغنية