kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tandav music - chithi كلمات الأغنية

Loading...

লিখেছি আজও
আমি অনেক চিঠি
বিছানায় পরে সিগেরেট
আর দেশলাই কাঠি

কান্না ভেজা আজ
আমার বালিশ
জানি শুনবে না
আর আমার নালিশ

বৃষ্টির রাত
জানলার ধারে আমি
পুরোনো সময় গুলো
ছিল খুবই দামি

অসার হয়েছে
আজ আমার শরীর
দুঃখের মেঘ করেছে
চারিদিকে ভিড়


তবুও হেটে যাবো আলোর দিকে

অবসাদ যাবে কি জীবন থেকে?

তবুও হেটে যাবো আলোর দিকে

অবসাদ যাবে কি জীবন থেকে?
চলেছি একা
আজও সেই পথে
যেখানে দেখা হয়েছিল
তোমার সাথে
খুঁজি তোমায় ফেলে যাওয়া
সেই ঠিকানায়
খুঁজি পথে পথে
তোমাকে
বৃথা আশায়


তবুও হেটে যাবো আলোর দিকে

অবসাদ যাবে কি
জীবন থেকে?

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...