tandav music - chithi كلمات الأغنية
Loading...
লিখেছি আজও
আমি অনেক চিঠি
বিছানায় পরে সিগেরেট
আর দেশলাই কাঠি
কান্না ভেজা আজ
আমার বালিশ
জানি শুনবে না
আর আমার নালিশ
বৃষ্টির রাত
জানলার ধারে আমি
পুরোনো সময় গুলো
ছিল খুবই দামি
অসার হয়েছে
আজ আমার শরীর
দুঃখের মেঘ করেছে
চারিদিকে ভিড়
ও
তবুও হেটে যাবো আলোর দিকে
ও
অবসাদ যাবে কি জীবন থেকে?
ও
তবুও হেটে যাবো আলোর দিকে
ও
অবসাদ যাবে কি জীবন থেকে?
চলেছি একা
আজও সেই পথে
যেখানে দেখা হয়েছিল
তোমার সাথে
খুঁজি তোমায় ফেলে যাওয়া
সেই ঠিকানায়
খুঁজি পথে পথে
তোমাকে
বৃথা আশায়
ও
তবুও হেটে যাবো আলোর দিকে
ও
অবসাদ যাবে কি
জীবন থেকে?
كلمات أغنية عشوائية
- davinche - high motive riddim كلمات الأغنية
- vitja - roses كلمات الأغنية
- bennie x - adres كلمات الأغنية
- andy black - louder than your love كلمات الأغنية
- swiss & die andern - das schwarze schaf كلمات الأغنية
- vienio - roma i/ból fantomowy كلمات الأغنية
- bugatti beez - freestyle 4 كلمات الأغنية
- kamai - je suis كلمات الأغنية
- taylor swift 2 - smoothe moves كلمات الأغنية
- llegos - vi. grapevine grove كلمات الأغنية