
tamal kanti halder - khuchro كلمات أغنية
Loading...
এই খুচরো আলগা যতটুকু
হাসি লেগে যাবে অজান্তে ঠোঁটে
তারা হয়ত বা খসে যাবে
মেপে কেনা সুখের যানজটে
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
এই আচমকা মাঝরাতগুলো
ঘুম কাড়বে তো সেদিনও কারও?
নাকি সব পেয়েছির দেশে এসে
সুখী রাত্রিরা হয়ে যাবে গাঢ়?
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
كلمات أغنية عشوائية
- amor electro - vai dar confusão كلمات أغنية
- rita dakota - нежность كلمات أغنية
- eastco@st yungin - mad maxxx (remix) كلمات أغنية
- frankie the one - in the wild كلمات أغنية
- doperman - mix it كلمات أغنية
- bad wolves - hear me now (feat. diamante) كلمات أغنية
- david boyd janes - summertime feeling كلمات أغنية
- jayant tekumalla - this thing called love كلمات أغنية
- birthright - exist كلمات أغنية
- homebound - coming clean كلمات أغنية