tamal hadiul - obosthan (cover) كلمات الأغنية
Loading...
তুমি সাইকেল চালানো শিখবে তাই
আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই
শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলেনা
তুমি কবিতাগুলো পড়বে তাই
আমি আজও রাত জেগে ছন্দ সাজাই
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না
আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই
ব্যাগে আজও রাখি ফিজিক্স বই
শুধু তুমি নেই তাই বইটা খুলি না
তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে
আমি সিগারেট আজও লুকিয়ে শুধু
এখনতো কেউ বারণ আর করে না
তুমি এতো সহজে ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা?
আজ অবাক লাগে তোমায় দেখে
আমায় আজ তোমার অচেনা লাগে
এতো ভালো অভিনয় কেনো জানিনা?
كلمات أغنية عشوائية
- strapped entertainment - high as it gets كلمات الأغنية
- swf - new season كلمات الأغنية
- lil muillet - lost boy كلمات الأغنية
- the mock turtles - strings and flowers كلمات الأغنية
- acid carousel - that girl i'd kill for كلمات الأغنية
- pxrge - highs and lows - intro كلمات الأغنية
- emu كلمات الأغنية
- drew k & piru - ngp2 كلمات الأغنية
- raí saia rodada - quem termina também sofre كلمات الأغنية
- jaurim - carnival amour كلمات الأغنية