kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tamal hadiul - neel كلمات الأغنية

Loading...

তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি
কেন দেখছো দূরের ঐ আকাশ।
তুমি হাঁটছো কেন
একা একলা পথে
তবু পথটার একাই বসবাস।

স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
আজও রঙ্গিন অমলিন আরও নীল
দূরের আকাশ মেলছে ডানা শুভ্র গাঙ্গচিল।
ও ও ওহ..
বৃষ্টির ফোঁটায় আঁকাছি ছবি
সেই ধূসর কবিতার আমি অন্ধ কবি
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...