tamal hadiul - neel كلمات الأغنية
Loading...
তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি
কেন দেখছো দূরের ঐ আকাশ।
তুমি হাঁটছো কেন
একা একলা পথে
তবু পথটার একাই বসবাস।
স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
আজও রঙ্গিন অমলিন আরও নীল
দূরের আকাশ মেলছে ডানা শুভ্র গাঙ্গচিল।
ও ও ওহ..
বৃষ্টির ফোঁটায় আঁকাছি ছবি
সেই ধূসর কবিতার আমি অন্ধ কবি
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল।
كلمات أغنية عشوائية
- cherry berry - pronto كلمات الأغنية
- lucid safari - walking free كلمات الأغنية
- luca debonaire - you got me down كلمات الأغنية
- leesta - cosmos كلمات الأغنية
- this cold night - the gallows كلمات الأغنية
- maxi pardo - ella me puede alcanzar كلمات الأغنية
- arrington de dionyso - honey and poison (reprise) كلمات الأغنية
- elysian fields - flatline كلمات الأغنية
- solarkreis - shake it كلمات الأغنية
- cnidariel - jag är rädd كلمات الأغنية