tamal hadiul - khobh (ক্ষোভ) كلمات الأغنية
Loading...
verse 1
অর্থহীন এই শহরে তবু আটকে আছি আনমনে।
আঁধারের সাথে মিশেছি, মিশেছি বড় যতনে।
অবাধ্য স্মৃতি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে সেই গল্পে।
নিকষ কালোয় ডুবে গেছি, ডুবে গেছি খুব অল্পে।
chorus
ধূসর কাব্যের শব্দগুলোর চিৎকার বেজে ওঠে স্বপ্নজলে।
বাউন্ডুলে মন ভেঙ্গেচুরে মরে গেছে কিছু মিথ্যা ছলে।
verse 2
বুনো লতার প্রাচীরটাও থমকে গেছে মাঝ পথে।
ভীতিগুলো আঁকড়ে আছে, আঁকড়ে আছে আজও সাথে।
হারিয়ে গেছে, হারিয়ে গেছে চিরচেনা রং মাখানো বিশেষণ।
নিভৃতে নিরবে ভুলে গেছি, ভুলে গেছি বাঁচার প্রয়োজন।
chorus
ধূসর কাব্যের শব্দগুলোর চিৎকার বেজে ওঠে স্বপ্নজলে।
বাউন্ডুলে মন ভেঙ্গেচুরে মরে গেছে কিছু মিথ্যা ছলে।
كلمات أغنية عشوائية
- nova fracture - the horizons كلمات الأغنية
- doja cat - say so كلمات الأغنية
- knight mayor - ghosts in me - intro كلمات الأغنية
- wild - марти макфлай (marty mcfly) كلمات الأغنية
- life after youth - haunt park (kilgore) كلمات الأغنية
- demis roussos - tu n'as pas le droit كلمات الأغنية
- eldomino - odiamami كلمات الأغنية
- seka aleksić - kučka كلمات الأغنية
- 64studios101 - (try to) be a clown كلمات الأغنية
- r. stevie moore - i wouldn't mind dyin' كلمات الأغنية