kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tamal hadiul - boshonto eshe geche كلمات أغنية

Loading...

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে ।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে।

পলাশের নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙ_এ মিশি শ্যামলে_স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে ।
বসন্ত এসে গেছে।
মধুরও অমৃত বাণী
বেলা গেল সহজেই
মরমে উঠিলো বাজি
বসন্ত এসে গেছে।
পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে
বসন্ত এসে গেছে।

বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...