
talpaatar shepai - shonar kathi كلمات أغنية
Loading...
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
সঙ্খচিলের বাসা বড়ো দূরে
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
সঙ্খচিলের বাসা বড়ো দূরে
আমি সোনার কাঠির ঠিকানা কি জানি
আমি সোনার কাঠির ঠিকানা কি জানি
তোমার আঙ্গুল ছুঁতেই হঠাত শিরশিরানি
লা লা লা লা লা রা লা রা লা রা
আমার কাব্যে তবু মিশে পলাতকের সুর
আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা
যেন ভালোবাসা নিজেই রূপকথা
লা লা লা লা লা রা লা রা লা রা
আমি শীতের দূপুরে খুঁজেছি অলীক ডানা
তুমি টাঙ্গিয়ে রেখ রোদের সামিয়ানা
আর পর্ণমোচী দুঃখগুলো ডালে ডালে
আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে
তুমি নতুন জরির সুতোয় আমায় বাঁধো
জানি নদির জলে আয়না ভেবে ভেবে কাঁদো
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ
তোমার হাতের মুঠোয় স্পরশকাতর দাগ
লা লা লা লা লা রা ..
كلمات أغنية عشوائية
- paleskin - love me, slow كلمات أغنية
- jayden hammer - searching 4 a feeling كلمات أغنية
- the pachec - dor (história de vida) كلمات أغنية
- twl - 808 brazy كلمات أغنية
- nick alexandr - need me كلمات أغنية
- railfé & pepyth - brilé lajan كلمات أغنية
- 小鬼 (lil ghost) - 十八岁之前统治宇宙 كلمات أغنية
- moncler3k - life in hollywood كلمات أغنية
- fire tiger - maniac كلمات أغنية
- barbra streisand - evergreen (live 2000) كلمات أغنية