
talpaatar shepai - ami sudhu khujechi amay كلمات أغنية
কখনো ভোর, কখনো মাঝরাতে
হাইওয়ে থেকে এক চিল ছাতে
কখনো ভোর, কখনো মাঝরাতে
হাইওয়ে থেকে এক চিল ছাতে
প্রতি পাতা থেকে চেনা মলাটে
আমি শুধু শুধু খুঁজেছি আমায়
রাত জাগা কতো কতো যে সকাল
ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল
রাত জাগা কতো কতো যে সকাল
ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল
অভাবে নাকি স্বভাবে মাতাল
আমি যে বড় খুঁজেছি আমায়
hmm আমি যে বড় খুঁজেছি আমায়
লাগছে বড় তোমাকে ভালো…
সব রঙিন নাকি মনটা রাঙালো..
সূর্যের সাথে রোজ জ্বালো আলো..
ঘুচে যাক যত আঁধার কালো…
লাগছে বড় তোমাকে ভালো…
সব রঙিন নাকি মনটা রাঙালো..
সূর্যের সাথে রোজ জ্বালো আলো..
ঘুচে যাক যত আঁধার কালো…
এই গানটা কি তোমায় ভাবাবে?
শুধু হাসি নাকি চোখ রাঙাবে?
এই গানটা কি তোমায় ভাবাবে?
শুধু হাসি নাকি চোখ রাঙাবে?
আমি বলি যদি পারো…
তুমিও খোঁজো তোমায়
hmm তুমিও খোঁজো তোমায়
hmm তুমিও খোঁজো তোমায়
hmm তুমিও খোঁজো তোমায়…
كلمات أغنية عشوائية
- imaginary walls - palace of rain كلمات أغنية
- hello - another school day (alternative mix) كلمات أغنية
- soulace & jeylado - bad south كلمات أغنية
- נס - tik katan - תיק קטן - ness (il) كلمات أغنية
- plumbhead & squea - one two / mio mao كلمات أغنية
- owe - врет моему брату كلمات أغنية
- שלמה ארצי - hey liza - היי ליזה - shlomo artzi كلمات أغنية
- istasha - barbed wire braces كلمات أغنية
- iamtheicy - nba كلمات أغنية
- th3 kxd - opulent! كلمات أغنية