
talat mahmood - ruper oi pradip jwele كلمات أغنية
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে
ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
যদি কেউ না থাকে দেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
সাড়া কেউ দিবে না যে আর
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
كلمات أغنية عشوائية
- shirley bassey - nobody does it like me كلمات أغنية
- shirley bassey - one day i'll fly away كلمات أغنية
- shirley bassey - pieces of dreams كلمات أغنية
- shirley bassey - pronto...sono io كلمات أغنية
- shirley bassey - razzle dazzle كلمات أغنية
- shirley bassey - runaway كلمات أغنية
- shirley bassey - send in the clowns كلمات أغنية
- shirley bassey - shirley كلمات أغنية
- shirley bassey - shirley do you own a ferrari كلمات أغنية
- shirley bassey - si yo te quiero mas كلمات أغنية