tahsin - mon ronger achor كلمات الأغنية
Loading...
বয়ে যায় সময় একলা দূরে
থেমে যাই ভেবে তোমায়
রয়ে যায় মন রঙের সেই আঁচড়
তোমার-ই নাম লেখায়
দখিনা সে হাওয়া, বলে মন জানালায়
নাম না জানা কোনো পর্দা ওড়া মায়ায়
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
থেকে যাও এই আবেগে হৃদয় অগোছালোয়
কিছু লিখুক অকারণ
ভেজা মেঘ, বালু স্রোতে
রাত্রি শিশির কালোয়
খুঁজুক ভোরের মন
আর আমার চোখে, ঘুম নামের কল্পনায়
তবে নেমে আসুক, কোনো নতুন বোনা কথায়
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
كلمات أغنية عشوائية
- scott gray - pray for heaven كلمات الأغنية
- ricky hil - happens like that كلمات الأغنية
- myusernamemusic - girlfriend كلمات الأغنية
- zaravia zaudita - entonces كلمات الأغنية
- kill paradise - a place to call home كلمات الأغنية
- rav - no safety on كلمات الأغنية
- féfé la cigale - le bon code كلمات الأغنية
- jardel neves - céus abertos كلمات الأغنية
- tovaritch - terrain كلمات الأغنية
- kmo shamaal - i love love كلمات الأغنية