
tahsin - mon ronger achor كلمات أغنية
Loading...
বয়ে যায় সময় একলা দূরে
থেমে যাই ভেবে তোমায়
রয়ে যায় মন রঙের সেই আঁচড়
তোমার-ই নাম লেখায়
দখিনা সে হাওয়া, বলে মন জানালায়
নাম না জানা কোনো পর্দা ওড়া মায়ায়
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
থেকে যাও এই আবেগে হৃদয় অগোছালোয়
কিছু লিখুক অকারণ
ভেজা মেঘ, বালু স্রোতে
রাত্রি শিশির কালোয়
খুঁজুক ভোরের মন
আর আমার চোখে, ঘুম নামের কল্পনায়
তবে নেমে আসুক, কোনো নতুন বোনা কথায়
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
كلمات أغنية عشوائية
- ninfa giannuzzi - funzione preparatrice di un regno كلمات أغنية
- zach brunotte - element كلمات أغنية
- m'dee - выключим свет (turn the lights off) كلمات أغنية
- i cavalieri - decomposizione كلمات أغنية
- hellepeeno - calling كلمات أغنية
- super jack - stray away كلمات أغنية
- el bandito - the road كلمات أغنية
- mogli the iceburg - better off كلمات أغنية
- fortune cove - speak up كلمات أغنية
- jfc crew - car transport in delhi كلمات أغنية