
tahsin ahmed - khola janala كلمات أغنية

খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
কখন তুমি এসে হেসে বলে দাও
আছি তোমার পাশে
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও
আছি আমি পাশে
করো না কিছুতেই ভয়
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে
অনেক পথের পথিক আমি, ক্লান্ত সর্বশেষ
তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ
তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা
তোমার মাঝে তাইতো আমার জীবনের শত আশা
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে
সাদা আকাশে মেঘের ভেলা
রথে রঙের খেলা
কখনও কালো, কখনও নীল
কখনও বা ধূসর-সাদা
আমার আকাশ জুড়ে ছিল
তোমারই রঙের মেলা
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে বলে দাও
আছি তোমার পাশে
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও
আছি আমি পাশে
করো না কিছুতেই ভয়
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে
كلمات أغنية عشوائية
- lennyson daniel silva - can't tell me nothing كلمات أغنية
- drelli - fancy كلمات أغنية
- august - snippet [21/02/2022] كلمات أغنية
- easydrigo - my drug كلمات أغنية
- adam dan - the one كلمات أغنية
- seremonia - luonto kostaa كلمات أغنية
- patti lupone - my american moment كلمات أغنية
- yastra - no face no case كلمات أغنية
- edalx - kalla tårar كلمات أغنية
- chris weed - on the low كلمات أغنية