
tahsan - tumi moy كلمات أغنية
কেউ বলেছিল, “ভালোবাসি”
সে ছিল নীল ছুঁয়ে রোদের হাসি
দিনগুলো ছিল স্বপ্ন যেমন
স্মৃতিগুলো আজও অবিনাশী
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-
হৃদয়ে আমার সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
বদলে হঠাৎ বিষাদে আকাশ
তবুও ও-চোখেই খুঁজি পিছুটান
তোমাকে নিয়ে হাজারো অভিলাষ
ছুটে যাওয়া তাই ভেঙে অভিমান
আর কিছুই চাইনি- যখন
তোমাকে পেয়েছে এ মন
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-হৃদয়ে আমার
সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরো একবার
ভালো লাগা সময়গুলো এখনো
লেগে আছে দু’হাতে আমার
ভাবনার আকাশ জুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-হৃদয়ে আমার
সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
যতটা পেয়েছি, তার চেয়েও বেশী গভীরে-হৃদয়ে আমার
সব তুমিময়।
কত স্রোত ভেঙেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
كلمات أغنية عشوائية
- notti osama - don't change pt.2 كلمات أغنية
- robert finley - alligator bait كلمات أغنية
- аффинаж (affinage band) - океан (ocean) كلمات أغنية
- realmartzuu - braza كلمات أغنية
- sharp end first - loveless regret كلمات أغنية
- spięty - halo كلمات أغنية
- conall - do u want me كلمات أغنية
- deli girls & rxm reality - nobody cares but you كلمات أغنية
- b2nny - walk in my shoes كلمات أغنية
- thiago pantaleão - desculpa por eu não te amar (acústico) كلمات أغنية