tahsan - tomar amar كلمات الأغنية
Loading...
তোমার আমার টুকরো সুতোর বাঁধন
যেন জাদুর মত টানছে আমায়
আলতো করে বাঁধছে আমায়
ভাঙছে আমার সাধন
তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন
চোখের তারায় উষ্ণ বালিশ
তোমায় কেবল খুঁজে
ঝুম দুপুরে বৃষ্টি হলে
মেঘলা কেন সাজেঁ
তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো
তোমার হাতে স্বপ্ন মেখে
মেঘের ডানা চড়ে
স্বপ্ন দিয়ে তোমায় আঁকি
অভিমানের ঘোরে
তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো
তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন
كلمات أغنية عشوائية
- hot apple pie - california king كلمات الأغنية
- hot apple pie - annabelle (arkansas' callin' you) كلمات الأغنية
- hot apple pie - easy does it كلمات الأغنية
- hot apple pie - everybody wants to dance with my baby كلمات الأغنية
- innpeach - susie and jimmy كلمات الأغنية
- innpeach - don't look at these كلمات الأغنية
- hot apple pie - redneck revolution كلمات الأغنية
- hot apple pie - should've seen her leavin' comin' كلمات الأغنية
- hot apple pie - slowin' down the fall كلمات الأغنية
- hot apple pie - the good life كلمات الأغنية