tahsan - sosta khobh كلمات الأغنية
ছন্দ তুমি ছন্নছাড়া
দুঃখ তুমি লক্ষ্মীছাড়া
শব্দ তুমি স্তব্ধ কেন
কান্না যখন বাঁধনহারা
অষ্টপ্রহর কষ্ট গুনে
খুনসুটিদের খায় যে ঘুণে
সুখগুলো তাই মুখ ঢেকে নেয়
বোধগুলো তাই দেয় না সাড়া
বোধগুলো হয় বন্ধু ছাড়া
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ছন্দ তুমি ছন্নছাড়া
দুঃখ তুমি লক্ষ্মীছাড়া
শব্দ তুমি স্তব্ধ কেন
কান্না যখন বাঁধনহারা
চার দেয়ালের বন্দি কোঠায়
স্বপ্নগুলো হাতড়ে বেড়ায়
ইচ্ছে করেই অন্ধ সেজে
অসুখে দিবস যাপন
সস্তা ক্ষোভ
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন
كلمات أغنية عشوائية
- tiltwheel - texas 10 كلمات الأغنية
- ted leo the pharmacists - mourning in america كلمات الأغنية
- avant - nothing to say كلمات الأغنية
- demigodz - live at the playboy mansion كلمات الأغنية
- machine head - i am hell كلمات الأغنية
- tnx - the way i go كلمات الأغنية
- andrae crouch - hollywood scene كلمات الأغنية
- snow patrol - my brothers كلمات الأغنية
- twank star - clown كلمات الأغنية
- dondria - can i talk 2 you كلمات الأغنية