kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tahsan - priyo oshukh كلمات الأغنية

Loading...

আনমনে রাতের নিযুত তাঁরায়,
অদেখা এক মুখ একে যায়
আনমনে রাতের নিযুত তাঁরায়,

অদেখা এক মুখ একে যায়।

একা আছি তবু নিঃসঙ্গ নই,
চোখ বুজে তার সাথে কথা হয়,
কত কাল ধরে যেন পরিচয়,
ভাবতেই ভালোবাসি।

এই তো বেশ আছি,
না দেখেও কাছাকাছি,
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ,
হলে হব একঘরে,
তার সাথে অন্তরে,
অন্তর কথা বলুক,
সে আমার প্রিয় অসুখ।

হয়তো এই শহরে,
কতদিন আর কত বার,
বুঝতে পারি নি,
পাশ কেটে গেছি তাই।

পুড়েছি একী রোদে ঘোর বরষায়,
ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়
পুড়েছি একী রোদে ঘোর বরষায়,
ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়।

কবে হবে তার সাথে জানাশোনা,
মনে চলে সুখ – সুখ দোটানা,
আশেপাশেই বুঝি তার আনাগোনা,
ভাবতেই ভালোবাসি।

এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি,
এভাবেই জীবন চলুক,
সে আমার প্রিয় অসুখ,
হলে হব একঘরে,
তার সাথে অন্তরে,
অন্তর কথা বলুক,
সে আমার প্রিয় অসুখ।

আনমনে রাতের নিযুত তাঁরায়,
অদেখা এক মুখ একে যায়
আনমনে রাতের নিযুত তাঁরায়,
অদেখা এক মুখ একে যায়।

একা আছি তবু নিঃসঙ্গ নই,
চোখ বুজে তার সাথে কথা হয়,
কত কাল ধরে যেন পরিচয়,
ভাবতেই ভালোবাসি।

এই তো বেশ আছি,
না দেখেও কাছাকাছি,
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ,
নাগরিক ক্লান্তিতে,
সাদা মাটা শান্তিতে
তার কাছে মন পড়ে থাকুক,
সে আমার প্রিয় অসুখ।

এই তো বেশ আছি,
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ।
হলে হব একঘরে,
তার সাথে অন্তরে,
অন্তর কথা বলুক,
সে আমার প্রিয় অসুখ।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...