tahsan - megher pore كلمات الأغنية
Loading...
বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে…
বুঝতে দাও নি কেন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছায়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাব তোমায় রেখে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে…
كلمات أغنية عشوائية
- austin lucas - the grain كلمات الأغنية
- front line assembly - unleashed (domination) كلمات الأغنية
- 1kp - this ain't for play - intro كلمات الأغنية
- may wave$ - wavy nights vol.1 كلمات الأغنية
- themanboy123 - scamming dreams كلمات الأغنية
- graham parker - england's latest clown كلمات الأغنية
- nish music house - us against the world كلمات الأغنية
- synical - floating كلمات الأغنية
- frankie the one - betrayal كلمات الأغنية
- alaca - bu كلمات الأغنية