tahsan - keno hothat tumi ele كلمات الأغنية
বড়ো অবেলায় পেলাম তোমায়
কেনো এখনি যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে
দাড়িয়ে…
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
তোমাকে ভেবে পৃথিবী আমার
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছুই পায়নি ঠাই
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছু পায়নি ঠাই
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
كلمات أغنية عشوائية
- js aka the best - fuck shit up, then we leave كلمات الأغنية
- jaxo - до утра (until morning) كلمات الأغنية
- aimee vant - orange juice كلمات الأغنية
- glasond, hammon & kioda - k2 كلمات الأغنية
- run it's the kid - aimless quest كلمات الأغنية
- havukruunu - noidanhauta كلمات الأغنية
- tay - no look كلمات الأغنية
- ashbringer - with vacant eyes كلمات الأغنية
- adrian lux - burning (lucas nord remix) كلمات الأغنية
- draconian - sorrow of sophia كلمات الأغنية