
tahsan - keno hothat tumi ele كلمات أغنية
বড়ো অবেলায় পেলাম তোমায়
কেনো এখনি যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে
দাড়িয়ে…
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
তোমাকে ভেবে পৃথিবী আমার
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছুই পায়নি ঠাই
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছু পায়নি ঠাই
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
كلمات أغنية عشوائية
- hamed slash - tarsim كلمات أغنية
- lil santana feat. youmi - si tu me dejaras كلمات أغنية
- deepmaniak - around كلمات أغنية
- lauren duski - déjà vu كلمات أغنية
- adrian barba - hijo de hombre كلمات أغنية
- 황치열 - 잠시나마 كلمات أغنية
- indigo saint & kamzthxpxpe - popo كلمات أغنية
- alexis & fido - alocate (urban version) كلمات أغنية
- vagenda feat. hatsune miku - stay dry كلمات أغنية
- dolu kadehi ters tut - anamız babamız yok deriz كلمات أغنية