tahsan - durotto كلمات الأغنية
Loading...
দূরত্ব আর কতোটুকু বাকি
জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ
আপন কক্ষপথে
সুতো নাড় ছিড়ে চলেছি
আবার আপন অজানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
তুচ্ছ কায়া
ক্ষুদ্র সে প্রাণ
তবু আছে আমিত্ব
গর্ব কী আর
খর্ব করে
আপন শ্রেষ্ঠত্ব
দূরত্ব আর কতোটুকু বাকি
জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ
আপন কক্ষপথে
সুতো নাড় ছিড়ে চলেছি
আবার আপন অজানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
তুচ্ছ কায়া
ক্ষুদ্র সে প্রাণ
তবু আছে আমিত্ব
গর্ব কী আর
খর্ব করে
আপন শ্রেষ্ঠত্ব
كلمات أغنية عشوائية
- grimburton - flex كلمات الأغنية
- the mangroves - only aussie in london كلمات الأغنية
- babekizulu - stiiill (in advance) كلمات الأغنية
- john davey - am angel كلمات الأغنية
- iknowmark - skipped college كلمات الأغنية
- inoki - effe كلمات الأغنية
- willie nelson - whiskey river (live at budokan, tokyo, japan - feb. 23, 1984) كلمات الأغنية
- pinkpantheress - noticed i cried [letra en español/spanish كلمات الأغنية
- luvandreas - flames كلمات الأغنية
- theslitsbetweentheskin - the boyz and the girlz (edm version) كلمات الأغنية