
tahsan - durotto كلمات أغنية
Loading...
দূরত্ব আর কতোটুকু বাকি
জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ
আপন কক্ষপথে
সুতো নাড় ছিড়ে চলেছি
আবার আপন অজানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
তুচ্ছ কায়া
ক্ষুদ্র সে প্রাণ
তবু আছে আমিত্ব
গর্ব কী আর
খর্ব করে
আপন শ্রেষ্ঠত্ব
দূরত্ব আর কতোটুকু বাকি
জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ
আপন কক্ষপথে
সুতো নাড় ছিড়ে চলেছি
আবার আপন অজানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
তুচ্ছ কায়া
ক্ষুদ্র সে প্রাণ
তবু আছে আমিত্ব
গর্ব কী আর
খর্ব করে
আপন শ্রেষ্ঠত্ব
كلمات أغنية عشوائية
- ellyn fleming - her way كلمات أغنية
- josienne clarke - super recogniser كلمات أغنية
- ninety90lock - blind كلمات أغنية
- audrey sherman - brutal influencer كلمات أغنية
- ball park music - the end times (triple j live at the wireless) كلمات أغنية
- kylu - dopamina كلمات أغنية
- mirèle - секрет (secret) كلمات أغنية
- x load - my consequences كلمات أغنية
- hélio morais - olhos salgados كلمات أغنية
- 9tails - i hate the snow كلمات أغنية