tahsan - brishtite كلمات الأغنية
Loading...
বৃষ্টিতে – তাহসান
লিরিক্স সংযোজনেঃ ম্যাও রিটার্ন
বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমি হেঁটে
পাড় বাঁধানো এ নদীর তীরে
পারুলের ছায়া ছুঁয়ে বৃষ্টির জল নামে টুপটাপ করে
তোমার উন্মুক্ত কাঁধে মাথা…
গোলাপী জামদানী ভিজে একাকার
সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
তোমার মোমের মত শরীর ছুঁয়ে
শুভ্র কামিনী ফুল ফুটে থাকে
বন্ধুত্বের হৃদয় নিয়ে ভেজা বটের শাখাগুলো
সবুজ ঘাসের পাশে আসে নুয়ে
সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
كلمات أغنية عشوائية
- eric hurst - indiana joan's كلمات الأغنية
- mako_official - fomo كلمات الأغنية
- leall - vivência maldita كلمات الأغنية
- skank - chica nacional (garota nacional) كلمات الأغنية
- fear the white noise - avoid the noise (dullboy) كلمات الأغنية
- vița de vie - beat mort كلمات الأغنية
- mirwin - dear child كلمات الأغنية
- fail emotions - ты лжёшь(you lie) كلمات الأغنية
- requiem (rus) - вспять (reverse) كلمات الأغنية
- aneka - it'll be alright كلمات الأغنية