
tahsan - brishtite lyrics
Loading...

বৃষ্টিতে – তাহসান
লিরিক্স সংযোজনেঃ ম্যাও রিটার্ন
বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমি হেঁটে
পাড় বাঁধানো এ নদীর তীরে
পারুলের ছায়া ছুঁয়ে বৃষ্টির জল নামে টুপটাপ করে
তোমার উন্মুক্ত কাঁধে মাথা…
গোলাপী জামদানী ভিজে একাকার
সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
তোমার মোমের মত শরীর ছুঁয়ে
শুভ্র কামিনী ফুল ফুটে থাকে
বন্ধুত্বের হৃদয় নিয়ে ভেজা বটের শাখাগুলো
সবুজ ঘাসের পাশে আসে নুয়ে
সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
Random Lyrics
- jeff the motivator & lnoda - look how far lyrics
- i the mighty - cave in (unplugged in la) lyrics
- ellzem - küvetler & kemikler lyrics
- bianca tadini e luciano andrey - o que eu não vivi lyrics
- lee hendrix$on - metal gear solid lyrics
- tiny tim - another brick in the wall (part 2) lyrics
- sesame street - look for the slime lyrics
- maggnemugg - overtenning (intro) lyrics
- ivyson - escassez lyrics
- samuux - seven lyrics