
tahsan - brishtite كلمات أغنية
Loading...

বৃষ্টিতে – তাহসান
লিরিক্স সংযোজনেঃ ম্যাও রিটার্ন
বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমি হেঁটে
পাড় বাঁধানো এ নদীর তীরে
পারুলের ছায়া ছুঁয়ে বৃষ্টির জল নামে টুপটাপ করে
তোমার উন্মুক্ত কাঁধে মাথা…
গোলাপী জামদানী ভিজে একাকার
সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
তোমার মোমের মত শরীর ছুঁয়ে
শুভ্র কামিনী ফুল ফুটে থাকে
বন্ধুত্বের হৃদয় নিয়ে ভেজা বটের শাখাগুলো
সবুজ ঘাসের পাশে আসে নুয়ে
সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
كلمات أغنية عشوائية
- tom verberne - it's cool كلمات أغنية
- toad and the stooligans - mean and nasty and no damn good كلمات أغنية
- prettyboi floydd - vixen كلمات أغنية
- nessir & danyelski - fuck cette life كلمات أغنية
- cosvar - lanțul tău كلمات أغنية
- sawyer ford - другой (another) كلمات أغنية
- smockingbird - попробую завтра (20) (i’ll try tomorrow) كلمات أغنية
- da dough - righteous كلمات أغنية
- rocklee (grc) - dreams of a life كلمات أغنية
- onurr - seyran-ı bela كلمات أغنية