
tahsan - ayna كلمات أغنية
Loading...
ঘড়ির উঠোনে দৌড়ে ঘুরে কাঁটাটা অস্তমিত প্রায়
পাশে দাঁড়িয়ে আয়নাটা অসহায়, সঙ্গ দেয় আমায়
জীবনের এই মোড়ে এসে, সব কেন যেন অভিলাষে
থমকে যায় ঘড়ির কাঁটা, কাঁটাগুলো পেছনে টানে
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোনো এই ঘরে
আজ আমার তোকে বড় মনে পড়ে
ঝিরিঝিরি লয়ে বেজে যায় গিটারে কোনো তাসের সুর
হেসে বলে কেন তুই বোকা হবি বন্ধু ব্যাথুর
তোর ভুলে তুই একা হলি
কেন হঠাৎ বললি চলি?
থমকে রয় ঐ আয়নাটা
ভেঙ্গে পড়ে প্রতিবিম্বটা
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোনো এই ঘরে
আজ আমার তোকে বড় মনে পড়ে
তোকে, তোকে, তোকে
তোকে, তোকে, তোকে
মনে পড়ে
মনে পড়ে
كلمات أغنية عشوائية
- jessup - you كلمات أغنية
- spiritbreak - dreaming of u كلمات أغنية
- ernie rillo - rillopop كلمات أغنية
- phoenixsfuneral - 5 more minutes of heaven كلمات أغنية
- yung lambo - beatbox room كلمات أغنية
- div3s - 12b (intro) كلمات أغنية
- ludvian - zoey's side (hands up) كلمات أغنية
- sowild - open your wings كلمات أغنية
- chillin homie, roh yunha, fleeky bang & khan - go كلمات أغنية
- coastel - back in '01 كلمات أغنية