
tahsan - angul كلمات أغنية
ও অভিমানি
রুপোলী জলের প্রভায় হৃদয়
আমার ভেতরে রাখতে
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও
আমায় ছুঁয়ে থাকতে
সেখানে হঠাত্ মেঘের প্রপাত্
করলো আঁধার উল্লাস
কারনটা কি জানা হয়নি
সেই থেকে একা বসবাস
ও অভিমানি
এতো পিছুটান এত অভিমান
এখনও চোখের ভাষায়
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও
দশমীর ভাঙ্গা চাঁদ
আবারও একসাথে দেখবো
শ্রাবনের ধারাতে
আবারও একসাথে ভিজবো
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
রুপোলী সে জলের প্রভা
এখনও আমার এ মন
তুলনা করোনা
তুমি আগেও করতে যেমন
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও
كلمات أغنية عشوائية
- sandi patty - light of a million mornings كلمات أغنية
- sarah vaughan - so many stars كلمات أغنية
- sandi patty - more than wonderful كلمات أغنية
- sarah vaughan - blue orchids كلمات أغنية
- sarah vaughan - when sunny gets blue كلمات أغنية
- sarah vaughan - september in the rain كلمات أغنية
- sarah vaughan - someone to watch over me كلمات أغنية
- sarah vaughan - every day i have the blues كلمات أغنية
- sarah vaughan - round about midnight كلمات أغنية
- sarah vaughan - my ship كلمات أغنية