tahsan & puja - onuvobe tumi كلمات الأغنية
Loading...
কত রাত হলো, সকাল দেখি না
তোমার হাতে ঐ হাত রাখি না
কত রাত গেল জোছনা মাখি না
এ হৃদয়ে জুড়ে রাখি না
অনুভবে তুমি তবু মিশে যে আছ
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না!
যতই ভাবি ভাসাব হৃদয়
জোছনা মাখা ছবি
তোমারই মাঝে জমে আমি রই
একাকী গভীর রাতে
অনুভবে তুমি তবু মিশে যে আছ
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না!
মনের প্রতিটা ভাঁজে ভাঁজে
আজও তোমার ছবিটা আঁকা
খুব যতনে রাত্রি এ চোখে নামায় বর্ষা
অনুভবে তুমি তবু মিশে যে আছ
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না!
كلمات أغنية عشوائية
- on3 ton - nights like this كلمات الأغنية
- nolan b. - katy كلمات الأغنية
- san e & mad clown - 너랑나랑노랑 (butterfly) كلمات الأغنية
- telly grave - переломы (fractures) كلمات الأغنية
- omar dyer - my plan كلمات الأغنية
- iceage - thieves like us كلمات الأغنية
- we came out like tigers - i sing of sorrow & joy كلمات الأغنية
- tangier - southbound train كلمات الأغنية
- mahalia - surprise me كلمات الأغنية
- grio$ - party in the hills كلمات الأغنية