
tahsan & moutusi islam - brishti chuye كلمات أغنية
Loading...
একি সে অধরে ছোঁয়া পড়েছে,
তাই তো এই মন মৃদু হেসেছে,
একি সে চোখেতে ধরা পড়েছে,
তাই তো এই ক্ষণ আজ মেতেছে,
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)
রিমঝিম বারিষে যায়নি জানা,
কি করে ইচ্ছেরা মেললো ডানা, (২)
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে আমার নুপুর,
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে তোমার নুপুর,
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে ।। (২)
كلمات أغنية عشوائية
- chambers of insanity - eye of the storm كلمات أغنية
- weeping wound - itch كلمات أغنية
- kelly rodrigues - adorando no vale كلمات أغنية
- valeria stoica - gravity كلمات أغنية
- randy stonehill - trouble coming كلمات أغنية
- джизус (dzhizus) - happy كلمات أغنية
- prince zuko - pigstep freestyle كلمات أغنية
- cyclo - pura vida كلمات أغنية
- jaanay - oh yeah كلمات أغنية
- krigarè - never alone كلمات أغنية