
tahsan & mithila - chile amar كلمات أغنية
Loading...
ছিলে আমার স্বপ্নে তুমি
আজ কেন বহুদূর
অনুভবে ভেসে আসে,
সেই চেনা প্রিয়ও সুর ।
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো লাগে সবই ।
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন.
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
রাত্রি গুলো দীর্ঘ হয়
বিষণ্ণ ভাবনাতে,
চাঁদটা যেন লুকিয়ে রয়,
বিবর্ণ জোছনাতে ।
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো হয়ে আমি ।
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
সৃৃতিগুলো মুছে যায়
অচেনা কুয়াশাতে,
সময় যেন জড়াতে চায়
জলহীন বরষাতে ।
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো হয়ে আমি ।
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন.
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…
كلمات أغنية عشوائية
- aydora - sahte كلمات أغنية
- shed seven - talk of the town (demo) كلمات أغنية
- mano hick - flow de trem #3: descaso reina كلمات أغنية
- super american - toxxxic bloodstream كلمات أغنية
- baasith - percoyo gusti كلمات أغنية
- eternal autumn - in a land dawn never reached كلمات أغنية
- break the senses - ijwl كلمات أغنية
- almost monday - can’t slow down كلمات أغنية
- tana - in they place كلمات أغنية
- adèle castillon - ce soir كلمات أغنية