
tahsan feat. rumman chowdhury - momer deyal lyrics
মোমের দেয়াল উঠনে
বারান্দায় তুমি,
একটু দূরে দাড়িয়ে
রোদের হাতছানি ।
ভেঙে দিয়ে সে মোমের দেয়ালটা
আসবে আমার কোলে ।
নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী
আসবে সে আমারই ।
চল ভেঙে দেই সে দেয়াল,
সমাজের ঠুনকো খেয়াল,
বাঁচি দুজনায় মায়াতে
মায়ার দেয়াল … । – [ ২ বার ]
হলদে সাগরে হাত ধরে
সূর্য সাঁতারে,
হাতে হাত চোখে চোখ
সত্য খোঁজার লোক ।
ভেঙে দিয়ে সে স্বপ্ন গুলো
সমাজটা জিতে জায়,
রক্ত দিয়ে কি অবশেষে
ভাঙতে হবে দেয়াল ।
তুমি কখনও কি হবে না
আমার হবে না মায়াতে,
মোমের দেয়াল কখনও
কি ভাঙা হবে না । – [ ২ বার ]
মোমের দেয়াল এই ছাদে,
ঘুড়ির সুতো টানা
একটু দূরে দাড়িয়ে
কাছে যেতে মানা ।
ছিরে দিয়ে সে ঘুড়ির সুতোটা
আসবে আমার কোলে,
নিয়ম ভাঙতে যে দৃঢ় প্রত্যয় ই
আছে সে আমারই ।
চল ভেঙে দেই সে দেয়াল,
সমাজের ঠুনকো খেয়াল,
বাঁচি দুজনায় মায়াতে
মায়ার দেয়াল … । – [ ২ বার ]
তুমি কখনও কি হবে না
আমার হবে না মায়াতে,
মোমের দেয়াল কখনও
কি ভাঙা হবে না
كلمات أغنية عشوائية
- shovels & rope - epic lyrics
- shovels & rope - pinned lyrics
- damaged bug - liquid desert lyrics
- boyzone - i’ll be there lyrics
- je$by - sex (dirty) lyrics
- tsew the kid - parle moi lyrics
- 77 - hands up lyrics
- minks - playboys of the western world lyrics
- jxn feat. a boogie wit da hoodie - red lights lyrics
- faia younan - kifna tnaynatna lyrics