
tahsan feat. rumman chowdhury - momer deyal كلمات أغنية
মোমের দেয়াল উঠনে
বারান্দায় তুমি,
একটু দূরে দাড়িয়ে
রোদের হাতছানি ।
ভেঙে দিয়ে সে মোমের দেয়ালটা
আসবে আমার কোলে ।
নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী
আসবে সে আমারই ।
চল ভেঙে দেই সে দেয়াল,
সমাজের ঠুনকো খেয়াল,
বাঁচি দুজনায় মায়াতে
মায়ার দেয়াল … । – [ ২ বার ]
হলদে সাগরে হাত ধরে
সূর্য সাঁতারে,
হাতে হাত চোখে চোখ
সত্য খোঁজার লোক ।
ভেঙে দিয়ে সে স্বপ্ন গুলো
সমাজটা জিতে জায়,
রক্ত দিয়ে কি অবশেষে
ভাঙতে হবে দেয়াল ।
তুমি কখনও কি হবে না
আমার হবে না মায়াতে,
মোমের দেয়াল কখনও
কি ভাঙা হবে না । – [ ২ বার ]
মোমের দেয়াল এই ছাদে,
ঘুড়ির সুতো টানা
একটু দূরে দাড়িয়ে
কাছে যেতে মানা ।
ছিরে দিয়ে সে ঘুড়ির সুতোটা
আসবে আমার কোলে,
নিয়ম ভাঙতে যে দৃঢ় প্রত্যয় ই
আছে সে আমারই ।
চল ভেঙে দেই সে দেয়াল,
সমাজের ঠুনকো খেয়াল,
বাঁচি দুজনায় মায়াতে
মায়ার দেয়াল … । – [ ২ বার ]
তুমি কখনও কি হবে না
আমার হবে না মায়াতে,
মোমের দেয়াল কখনও
কি ভাঙা হবে না
كلمات أغنية عشوائية
- ben folds - in between days (live) كلمات أغنية
- mr ayman hero - klash pepe كلمات أغنية
- zbylu - nasze serca biją jednym tempem كلمات أغنية
- claudio baglioni - cuántas veces (argentina) كلمات أغنية
- george clinton - break my heart كلمات أغنية
- son of parasite - drive to doom كلمات أغنية
- jake hill - no option كلمات أغنية
- four stroke baron - machine and joy كلمات أغنية
- âşık mahzuni şerif - kül başıma كلمات أغنية
- kyle jennings - holding back (feat. walden wesley) كلمات أغنية