
tahsan feat. kona - tomay ghire كلمات أغنية
Loading...
তোমায় ঘিরে যে ভাললাগা
হয়নি বলা ভাষায়,
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়?
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে আছ সুদূরে
এসনা ফিরে- হৃদয়ে ।
সময় জুড়ে শুধু শূন্যতা
নীরবে ছুয়ে থাকে,
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনো তোমায় এভাবে ।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে ।
মনের আকাশে মেঘের ভেলা
বেদনার বৃষ্টি ঝরে,
এত কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বুঝাতে?
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে ।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে
كلمات أغنية عشوائية
- oh village - where did you go كلمات أغنية
- snarebyt - mutual pain كلمات أغنية
- fsg rell - note 2 self كلمات أغنية
- dzetpek - belville كلمات أغنية
- fsg rell - spend the night كلمات أغنية
- jaya - you mean everything to me كلمات أغنية
- sule b & soge culebra - no se me olvida كلمات أغنية
- dojarka kota - krasz w tobie كلمات أغنية
- federico troiani - fatti i fatti tuoi كلمات أغنية
- mr. respectfully - things you do كلمات أغنية