tahsan feat. kona - tomay ghire كلمات الأغنية
Loading...
তোমায় ঘিরে যে ভাললাগা
হয়নি বলা ভাষায়,
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়?
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে আছ সুদূরে
এসনা ফিরে- হৃদয়ে ।
সময় জুড়ে শুধু শূন্যতা
নীরবে ছুয়ে থাকে,
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনো তোমায় এভাবে ।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে ।
মনের আকাশে মেঘের ভেলা
বেদনার বৃষ্টি ঝরে,
এত কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বুঝাতে?
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে ।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে
كلمات أغنية عشوائية
- the seer - streets of my hometown كلمات الأغنية
- rupert holmes - cold كلمات الأغنية
- lethal bizzle - uh oh كلمات الأغنية
- proof - live n direct كلمات الأغنية
- lost dogs - i am a pilgrim كلمات الأغنية
- david hasselhoff - it's a real good feeling كلمات الأغنية
- mick spek - beter bij mij كلمات الأغنية
- marian mint - 女の子 (onnanoko) كلمات الأغنية
- boys only (hwb) - ice on my neck كلمات الأغنية
- bonanza banzai - csak a dal كلمات الأغنية