kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

t. w. shinik - tumi aamar ghum كلمات أغنية

Loading...

t. w. shoinik- tumi amar ghum

তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা…
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা…

আমি বৃষ্টি চায় অবিরত মেঘ, তবু সমুদ্র চোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা…
আমি বৃষ্টি চায় অবিরত মেঘ, তবু সমুদ্র চোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা…

তুমি আমার খোলা আকাশ কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা

তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা

ভালবাসা জলের মত, দুহাত যেন ভরেনা
প্রিয় মুখ তারার মত, দুচোখে গোনা যায়না…
ভালবাসা জলের মত, দুহাত যেন ভরেনা
প্রিয় মুখ তারার মত, দুচোখে গোনা যায়না…
তুমি আমার খোলা আকাশ কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা .
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার ঘুম, তবু…
তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...