
t.r.3 - ashes lyrics
Loading...
এমন চেনা এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
এমন মাটির বাসার চাইতে, আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথি, বড় হয়ে বদলে গেছে
এমন গানের লাইনের চাইতে, বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে ধুকে ধুকে মরা ভালো।
এমন পোড়া মনের চাইতে সুনীলের কবিতা ভালো।
জনম ধরে কস্টের কথা, বলতে বলতে জনম গেলো।
আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।
كلمات أغنية عشوائية
- all my faith lost - luminal lyrics
- all gone dead - just 80 miles west lyrics
- will young - alibi of love lyrics
- all star united - good times lyrics
- all girl summer fun band - it's there lyrics
- al martino - i've got to be me lyrics
- all my faith lost - an early fright lyrics
- aled jones - some kind of wonderful lyrics
- will young - if that's what you want lyrics
- alannah myles - only wings lyrics