
t.r.3 - ashes كلمات أغنية
Loading...
এমন চেনা এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
এমন মাটির বাসার চাইতে, আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথি, বড় হয়ে বদলে গেছে
এমন গানের লাইনের চাইতে, বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে ধুকে ধুকে মরা ভালো।
এমন পোড়া মনের চাইতে সুনীলের কবিতা ভালো।
জনম ধরে কস্টের কথা, বলতে বলতে জনম গেলো।
আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।
كلمات أغنية عشوائية
- manolo (nld) - plofkraak كلمات أغنية
- aice256 - amina ngo jo كلمات أغنية
- bimbo jones - and i try (lee dagger mix) كلمات أغنية
- arctic fires - new school king كلمات أغنية
- strawberry children - love years coming كلمات أغنية
- lil watermark - don't go كلمات أغنية
- king bob - try كلمات أغنية
- jedidiah breeze - can it snow in texas on christmas day? كلمات أغنية
- hatred.soul - forbes كلمات أغنية
- the revivalists - good old days (the head and the heart version) كلمات أغنية