swarobanjo - murubbi كلمات الأغنية
পেট থেকে বের হয়ে করেছি বোকামি
দু’ নৌকায় দু’ পা গেছে মাঝখানেতে আমি
পেট থেকে বের হয়ে করেছি বোকামি
দু’ নৌকায় দু’ পা গেছে মাঝখানেতে আমি
আমার ডানে_বামে কানে কানে একটা মাত্র পথ
বলে সিনা টান করে ব্যাটা নে রে নে শপথ!
এই কম্পিটিশনের যুগে কোচিংয়েতে যাই
সব কথার মোদ্দা কথা হলো “চলো পেট বাঁচাই”
আমি, আপনমনে বসে নিজেরই মগজ খাই
চিবিয়ে দেখি এ যে ঝাল আছে, নুন নাই।
ও মুরুব্বি, না নিলে বেয়াদবি
ও মুরুব্বি, না নিলে বেয়াদবি
আরেকটু নুন হবে কি?
এই ভার্সিটিতে পড়লে নাকি মার্সিডিজ চড়ে!
এই ভার্সিটিতে পড়লে নাকি মার্সিডিজ চড়ে!
তাই মুখে পুরে ফানেল তাতে জ্ঞানের আলো ভরে
আমার হাতেতে পেন আছে, বুকেতে নাইফ
কিন্তু অ্যাটেন্ডেন্স ঠিকই আছে সেভেন্টি ফাইভ!
এই রাস্তায় সস্তায় জিপিএ মেলে বস্তায়
আগে এলে আগে পাবে পরে গেলে পস্তায়
এই রাস্তায় সস্তায় জিপিএ মেলে বস্তায়
আগে এলে আগে পাবে পরে গেলে পস্তায়
পড়লে ডি.সি. হবে, ডাক্তার, ভিসি হবে
না পড়লে টি.সি. হবে, এলাকাতে ছিঃ ছিঃ হবে
পড়লে ডি.সি. হবে, ডাক্তার, ভিসি হবে
না পড়লে টি.সি. হবে, এলাকাতে ছিঃ ছিঃ হবে
“ফেল করলে বিয়ে দেবো, ছাড়তে হবে বাড়ি
হাতে দেবো কাস্তে কুড়াল, গলায় দেবো দড়ি”
আমি আপনমনে বসে নিজেরই মগজ খাই
চিবিয়ে দেখি এ যে ঝাল আছে, নুন নাই।
ও মুরুব্বি, না নিলে বেয়াদবি
ও মুরুব্বি, না নিলে বেয়াদবি
আরেকটু নুন হবে কি?
كلمات أغنية عشوائية
- primordial - among the lazarae كلمات الأغنية
- primordial - cast to the pyre كلمات الأغنية
- raphael - como yo te amo كلمات الأغنية
- raphael - cuando tu no estas كلمات الأغنية
- raphael - a mi manera كلمات الأغنية
- ruff ryders - do that s*** كلمات الأغنية
- raphael - desde aquel dia كلمات الأغنية
- raphael - mi vida كلمات الأغنية
- raphael - que tal te va sin mi كلمات الأغنية
- raphael - estar enamorado كلمات الأغنية