
swarobanjo - maa كلمات أغنية
মা- by: swarobanjo
মা, ওগো মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা,
মা, আমার মা তুমি কোথায় গেলে ছেড়ে আমায় বলনা।
এইখানেই কাঁচের ভেতর বৃষ্টি জলে ভীষণ,
রোদ জানালায় আবছায়াতে কষ্ট বিভীষণ।
এইখানেই একলা দেয়াল একলা কত কথা,
রাত গহীনে বুকের ভেতর শুধু বিস্বাদ নীরবতা।
আমি জানি একলা আমি মা আর, তুমি তো জানলে না,
এক আঁচলেই ভুবন বাঁধা মা আমার মা।
মাগো মা, আমার মা তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
মা আমার মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
এইখানেই শূণ্য আকাশ, শূণ্য শহর মা
হাজার মানুষ, হাজার গানে শূণ্য সহপাঠ।
এইখানেই ক্লান্ত দিনে, ক্লান্ত দিনের শেষ
চোখের কোনে অশ্রু ভীষণ, কান্না অনিমেষ।
আমি জানি একলা আমি আর, কেউতো জানেনা,
এক আঁচলেই আকাশ ভাসে, মা আমার মা।
এইখানেই জলের জীবন, জলেই মরুভূমি,
চাতক বুকে তেষ্টায় কাঁদে, কোথায় কোথায় তুমি।
এইখানেই শূণ্য গীটার, শূণ্য স্নেহের সুর
কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় কতদূর।
আমি জানি একলা আমি আর, কেউতো জানেনা
ঐ আকাশের তারার ভেতর তুমি আমার মা।
মাগো মা, আমার মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা
মা আমার মা তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
كلمات أغنية عشوائية
- حمو الطيخا - bek boss | بيك بوس - hamo eltekha كلمات أغنية
- kaybee - rearview conversations كلمات أغنية
- entrr - gone too far كلمات أغنية
- sharpe family singers - plumber كلمات أغنية
- luke morin - killerpop كلمات أغنية
- rodzy - leçon (invulnérable #4) كلمات أغنية
- cadence april - high stack كلمات أغنية
- holocaust - all in your world كلمات أغنية
- arcadium (band) - poor lady كلمات أغنية
- foul mouth - why can't we كلمات أغنية