swarobanjo - maa كلمات الأغنية
মা- by: swarobanjo
মা, ওগো মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা,
মা, আমার মা তুমি কোথায় গেলে ছেড়ে আমায় বলনা।
এইখানেই কাঁচের ভেতর বৃষ্টি জলে ভীষণ,
রোদ জানালায় আবছায়াতে কষ্ট বিভীষণ।
এইখানেই একলা দেয়াল একলা কত কথা,
রাত গহীনে বুকের ভেতর শুধু বিস্বাদ নীরবতা।
আমি জানি একলা আমি মা আর, তুমি তো জানলে না,
এক আঁচলেই ভুবন বাঁধা মা আমার মা।
মাগো মা, আমার মা তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
মা আমার মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
এইখানেই শূণ্য আকাশ, শূণ্য শহর মা
হাজার মানুষ, হাজার গানে শূণ্য সহপাঠ।
এইখানেই ক্লান্ত দিনে, ক্লান্ত দিনের শেষ
চোখের কোনে অশ্রু ভীষণ, কান্না অনিমেষ।
আমি জানি একলা আমি আর, কেউতো জানেনা,
এক আঁচলেই আকাশ ভাসে, মা আমার মা।
এইখানেই জলের জীবন, জলেই মরুভূমি,
চাতক বুকে তেষ্টায় কাঁদে, কোথায় কোথায় তুমি।
এইখানেই শূণ্য গীটার, শূণ্য স্নেহের সুর
কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় কতদূর।
আমি জানি একলা আমি আর, কেউতো জানেনা
ঐ আকাশের তারার ভেতর তুমি আমার মা।
মাগো মা, আমার মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা
মা আমার মা তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
كلمات أغنية عشوائية
- miles - sonic 3000 كلمات الأغنية
- merle travis - divorce me c.o.d. كلمات الأغنية
- nada surf - love and anger كلمات الأغنية
- mika - president كلمات الأغنية
- gazette - taion كلمات الأغنية
- mobile - mother كلمات الأغنية
- monoral - tangled كلمات الأغنية
- rewind - i'm taking it كلمات الأغنية
- misery speaks - to my enemies كلمات الأغنية
- minor leagues - this night started out like any other night كلمات الأغنية