
swapan basu - sujan majhi re كلمات أغنية
সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমার সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমি পারের আশায় বইসা আছি
আমি পারের আশায় বইসা আছি
আমায় লইয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
এই পাড়েতে দরদী নাই
ওই পাড়েতে যাই, চলো যাই
হয় না আমার পাড়ে যাওয়া
হয় না আমার তোমায় পাওয়া
জল চলিয়া, বহিয়া যায়
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমার সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে
ওরে উড়ায় আমার
ওরে উড়ায় আমার বুকের পাঞ্জর
কাঁপায় হা_হুতাশে
ওরে তোমার দেখা পাই না বলে
ওরে নিত্য ভাসে নয়ন জলে
ওরে হয় না আমার পাড়ে যাওয়া
হয় না আমার পাড়ে যাওয়া
ওরে হয় না আমার তোমায় পাওয়া
জল চলিয়া, বহিয়া যায়
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
ও আমার সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমি পারের আসায় বইসা আছি
আমায় লইয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
كلمات أغنية عشوائية
- les humphries singers - doesn't seem to have an end كلمات أغنية
- reptilian god mana & alfon zaaberg - chirp كلمات أغنية
- augusta holmès - une vision de sainte thérèse كلمات أغنية
- cousines like shit - to-do-list كلمات أغنية
- lil sa1n - valentina/pt300 كلمات أغنية
- verbee - пулей (bullet) (snippet 8.04.2025)* كلمات أغنية
- yung delirious - real life كلمات أغنية
- xenia ghali - black betty's worldwide كلمات أغنية
- mad iris - daisy, don't take my baby كلمات أغنية
- reno & smiley - cross roads كلمات أغنية