swapan basu - sujan majhi re كلمات الأغنية
সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমার সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমি পারের আশায় বইসা আছি
আমি পারের আশায় বইসা আছি
আমায় লইয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
এই পাড়েতে দরদী নাই
ওই পাড়েতে যাই, চলো যাই
হয় না আমার পাড়ে যাওয়া
হয় না আমার তোমায় পাওয়া
জল চলিয়া, বহিয়া যায়
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমার সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে
ওরে উড়ায় আমার
ওরে উড়ায় আমার বুকের পাঞ্জর
কাঁপায় হা_হুতাশে
ওরে তোমার দেখা পাই না বলে
ওরে নিত্য ভাসে নয়ন জলে
ওরে হয় না আমার পাড়ে যাওয়া
হয় না আমার পাড়ে যাওয়া
ওরে হয় না আমার তোমায় পাওয়া
জল চলিয়া, বহিয়া যায়
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
ও আমার সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমি পারের আসায় বইসা আছি
আমায় লইয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
كلمات أغنية عشوائية
- mark mallman - hardcore romantics كلمات الأغنية
- rapperdj - asas pro pensamento كلمات الأغنية
- los olimareños - el piedra كلمات الأغنية
- melissa manchester - don't want a heartache كلمات الأغنية
- cast 40-45 - mijn vlaand'renland كلمات الأغنية
- joão afonso - cheiro a café كلمات الأغنية
- jorge vercillo - nosso próprio chão (feat. péricles) كلمات الأغنية
- the grapes of wrath - what was going through my head كلمات الأغنية
- luna sea - time is dead كلمات الأغنية
- ash - i'm gonna fall كلمات الأغنية