
swagatalakshmi dasgupta - rangiye diye jao go ebar كلمات أغنية
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
তোমার আপন রাগে, তোমার গোপন রাগে
তোমার তরুণ হাসির অরুণ রাগে
অশ্রুজলের করুণ রাগে
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে
রঙ যেন মোর মর্মে লাগে
সন্ধ্যাদীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে
রক্তে তোমার চরণ_দোলা লাগিয়ে দিয়ে
যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে
আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে
পাষাণগুহার কক্ষে নিঝর_ধারা জাগে
মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে
বিশ্ব_নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে
তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে
কাঁদন_বাঁধন ভাগিয়ে দিয়ে
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
كلمات أغنية عشوائية
- violetta - peligrosamente bellas كلمات أغنية
- cleidson alves - meu amigo كلمات أغنية
- river westin - baby love كلمات أغنية
- cookie jane - trudumtumtum كلمات أغنية
- funeralis - tu fui ego eris كلمات أغنية
- edu swarley - whoa كلمات أغنية
- jonas benyoub - unforgettable (cover) كلمات أغنية
- youngike - 2 freezer كلمات أغنية
- big coach the big homie - elevate كلمات أغنية
- cory asbury - shine on us كلمات أغنية