
swagatalakshmi dasgupta - aji bijon ghore lyrics
Loading...
আজি বিজন ঘরে নিশীথরাতে
আসবে যদি শূন্য হাতে-
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি-
তোমার আছে তো হাতখানি ॥
চাওয়া-পাওয়ার পথে পথে
দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল
তোমার কাছে আপনাকে দিই আনি ॥
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥
كلمات أغنية عشوائية
- gone west - r&r lyrics
- tom robinson - sartorial eloquence lyrics
- adelson - biblia en rimas - confío en ti lyrics
- ollie - i'm in love with you* lyrics
- television skies - where i'm standing now lyrics
- anthony ruptak - the bus song lyrics
- trisouls - tak mampu mendua lyrics
- ollie - sit so hard at night* lyrics
- leo bee - mhana n'wana lyrics
- yng tr!ss - rocks lyrics